উপজেলায় আসাদুল ইসলামের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঠাকুরগঁঁাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রধান ফটকের সামনে মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এসময় বক্তব্য রাখেন, ঠাকুরগঁঁাঁও ৩-আসনের সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, মৃত আসাদুলের পিতা জুমাউদ্দীন, মাতা তরজিনা...